সিরাজুল ইসলাম :
আফগানিস্তান ছাড়ার চূড়ান্ত মুহূর্তে এসে কাবুলে অবস্থিত ঈগল ঘাঁটি উড়িয়ে দিয়েছে আমেরিকা। ঘাঁটিটি গোয়েন্দাবৃত্তির জন্য ব্যবহার করত মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।
এখানে দুটো বিষয় খেয়াল করার মতো---
১) কত কুকীর্তি পরিচালনা করা হয়েছে এই ঘাঁটি থেকে যে তার চিহ্ন মুছে দিতে হয়েছে?
২) ইরানের আশপাশের সব দেশে এবং পুরো মধ্যপ্রাচ্যে যত মার্কিন সামরিক ঘাঁটি আছে বা ছিল তার সবই ইরানকে টার্গেট করে তৈরি করা হয়। এখন আমেরিকা নিজেই সেসব ঘাঁটির নিয়ন্ত্রণ ছেড়ে যাচ্ছে কিংবা ধ্বংস করে দিচ্ছে।
আমি বিশ্বাস করি- যদি আমেরিকা সহজে এ অঞ্চল থেকে চলে না যায় তাহলে তাদের জন্য নিকট-ভবিষ্যতে আরো বড় পরাজয় অপেক্ষা করছে।
লেখক : সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক ।